বিষয় : “বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি” আয়োজিত ‘মনোবিজ্ঞান সম্মেলন ২০২৫ এবং বার্ষিক সাধারণ সভায় অংশ গ্রহণের আমন্ত্রণ পত্র

প্রিয় সদস্য/জীবন সদস্য

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, ‘বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি’র বার্ষিক সাধারণ সভা এবং ‘মনোবিজ্ঞান সম্মেলন-২০২৫’ আগামী ২১-২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে দেশ বিদেশের প্রথিতযশা মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞান শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে মনোবিজ্ঞানের প্রয়োগ বিষয়ক বিভিন্ন তথ্য, উপাত্ত ও প্রবন্ধ উপস্থাপন করবেন এবং পারস্পারিক আলোচনায় মিলিত হবেন।

সদস্যপদ নবায়ন (প্রযোজ্য ক্ষেত্রে) ও রেজিস্ট্র্রেশন প্রক্রিয়া সম্পাদনের করে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে মনোবিজ্ঞানীদের মিলনমেলার এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে প্রয়োজনীয় অবদান রাখার জন্য আপনাকে ‘মনোবিজ্ঞান সম্মেলনে’ সানন্দে আমন্ত্রণ জানাচ্ছি।

সম্মেলন বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য পেতে ভিজিট করুন : www.bpa.org.bd
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি’র ফেসবুক আইডি : বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) এবং
: Bangladesh Psychological Association (BPA)

সম্মেলনের কর্মসূচি :

০১. বিগত সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পঠন ও নিশ্চিতকরণ
০২. সায়েন্টিফিক সেশনে অংশগ্রহণ
০৩. মহাসচিব-এর রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন
০৪. কোষাধ্যক্ষ-এর রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন
০৫. কেন্দ্রীয় কার্যকরি পরিষদ-এর নির্বাচন
০৬. বিবিধ

ধন্যবাদান্তে-

প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস
মহাসচিব
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ)

নতুন সদস্যভুক্তির বিষয়ে সক্রিয় উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সদস্য ফরমের জন্য বিপিএ’র ওয়েব সাইট অথবা ফেসবুক আইডি ভিজিট করুন।