নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির ২০১৬-২০১৮ সেশনের জন্য দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইন্সপেক্টর অব কলেজ, প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস নির্বাচিত হয়েছেন।

গত ১৮ ও ১৯ মার্চ রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাইকোলজিস্টের যৌথ উদ্যোগে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘Human Development & Management through Quality Education: A prerequisite for Development in South Asian Countries’| উক্ত সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

রাইজিংবিডি.কম