প্রিয় মহোদয়,
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি’র দু’দিন ব্যাপী “১৫তম মনোবিজ্ঞান সম্মেলন” দেশ-বিদেশের মনোবিজ্ঞানীদের অংশগ্রহণে আগামী ১৪-১৫ অক্টোবর ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এম.পি. সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করছি।

সম্মেলন উপলক্ষে প্রকাশিতব্য ‘‘স্মরণিকায়’’ আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন/আর্থিক অনুদান প্রদান করে উক্ত সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

বিজ্ঞাপনের হার নিম্নরুপ :

ব্যাক কভার – ২০০০০০.০০ (দুই লক্ষ) টাকা
ইনার ফ্রন্ট কভার – ১০০০০০.০০ (এক লক্ষ) টাকা
ইনার ব্যাক কভার – ১০০০০০.০০ (এক লক্ষ) টাকা
পূর্ণ পৃষ্ঠা – ৪০০০০.০০ (চল্লিশ হাজার) টাকা
অর্ধ পৃষ্ঠা – ২০০০০.০০ (বিশ হাজার) টাকা

ধন্যবাদান্তে-

প্রফেসর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান
সভাপতি
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি

প্রফেসর
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৮১৯-২৪৩৯৭৯

প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস
মহাসচিব
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি

প্রফেসর
মনোবিজ্ঞান বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৭৬১২৩৫৯০০