বিষয় : বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) কর্তৃক আয়োজিত “ধারাবাহিক পেশাগত উন্নয়ন” (CPD) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিনিধি প্রেরণ প্রসংগে

প্রিয় মহোদয়,
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ)- এর উদ্যোগে মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষকদের (Continuous Professional Development-CPD) বিষয়ে আগামী ০২.১১.২০১৮ থেকে ০৪.১১.২০১৮ তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ¯œাতক (সম্মান) পর্যায়ে মনোবিজ্ঞান বিষয়ের সিলেবাস- বিশেষ করে চংুপযড়সবঃৎরপং/ঞবংঃ ্ গবধংঁৎবসবহঃ, চংুপযড়ষড়মরপধষ ঝঃধঃরংঃরপং, ধহফ জবংবধৎপয গবঃযড়ফড়ষড়মু এর ওপর বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন।

আপনার কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ের সর্বাধিক ০৫ (পাচ) জন শিক্ষকের নাম (সংযুক্ত ফরম অনুযায়ী) আগামী ১৫.১০.২০১৮ তারিখের মধ্যে প্রেরণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচি প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত চলবে। প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য সকাল ও বিকালে চা-নাস্তা এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে। ধন্যবাদসহ-

অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো:
০১. বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, ……….. কলেজ, ঢাকা
০২. অফিস কপি

প্রফেসর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান
সভাপতি
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি

প্রফেসর
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৮১৯-২৪৩৯৭৯

প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস
মহাসচিব
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি

প্রফেসর
মনোবিজ্ঞান বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৭৬১২৩৫৯০০