প্রিয় মহোদয়,
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি’র উদ্যোগে “উচ্চ মাধ্যমিক পর্যায়ে মনোবিজ্ঞান শিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানের উপায়” শীর্ষক এক সেমিনার আগামী ১৮ আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সর্ব জনাব (১) মো. সোহরাব হোসাইন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (২) প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড; ও (৩) প্রফেসর মো. মাহবুবুর রহমান, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি আয়োজিত উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য আপনাকে সাদর আমন্ত্রন জানাচ্ছি। ধন্যবাদ।
স্থান : সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা
তারিখ : ১৮ আগষ্ট ২০১৭, শুক্রবার
সময় : সকাল ৯টা
ধন্যবাদান্তে
প্রফেসর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান
সভাপতি
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি
প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি
অনুষ্ঠানসূচি
১ম পর্ব
সকাল: ৮:০১ মি: – ৯:৩০ মি: : রেজিস্ট্রেশন
৮:৩০ মি: – ৯:৩০ মি: : চা-চক্র
৯:৩১ মি: – ৯:৪৫ মি: : সদস্য ও অভ্যাগতদের আসন গ্রহণ
৯:৪৫ মি: – ১০:০০ মি: : অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা
১০:০১ মি: – ১০:২০ মি: : সাধারণ সম্পাদক কর্তৃক স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন
১০:২১ মি: – ১১:৩০ মি: : সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য
১১:৩১ মি: – ১২:৩০ মি: : মাননীয় প্রধান অতিথির ভাষণ
১২:৩১ মি: – ১২:৩৫ মি: : সহ-সভাপতি ড. জাফর আহমেদ খান কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন
১২:৩৬ মি: – ১২:৪৫ মি: : সভাপতির ভাষণ
১২:৪৬ মি: – ২:১৫ মি: : মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি
২য় পর্ব
(শুধু সমিতির সদস্যদের জন্য)
বিকাল: ২:১৫ মি: – ২:৩০ মি: : সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ
২:৩১ মি: – ২:৪০ মি: : কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ
২:৪১ মি: – ২:৫০ মি: : গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব পেশ
২:৫১ মি: – ৩:৪০ মি: : মুক্ত আলোচনা
৩:৪১ মি: – ৪:০০ মি: : সভাপতির সমাপনী বক্তব্য
৪:০১ মি: – ৪:৩০ মি: : চা-চক্র
৪:৩১ মি: – ৫:৩০ মি: : সাংস্কৃতিক অনুষ্ঠান